মানব মস্তিষ্কে বসবে ইলন মাস্কের চিপ

১৭ জুলাই, ২০১৯ ২১:৪২  
আগামী বছরের মধ্যেই মানব মস্তিষ্কে চিপ বসাতে চায় ইলন মাস্কের স্টার্টআপ নিউরালিংক। এই চিপের মাধ্যমে মানুষের চিন্তার মাধ্যমে কম্পিউটারের যোগাযোগ সম্ভব হবে। যা চিকিৎসাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করেন মাস্ক। আগামী বছর যতো দ্রুত সম্ভব মানব মস্তিষ্কে এই চিপের পরীক্ষা চালাতে চায় নিউরালিংক। আর তাই যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন চেয়ে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এক সাক্ষাতকারে ইলন মাস্ক আগামী বছর শেষ হওয়ার আগেই রোগীর মাথায় এই প্রযুক্তির ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেন। এই চিপটির সাথে প্রসেসর থাকবে। দেখতে চুলের চেয়েও ছোট হবে চিপটি। মানব মস্তিষ্কে বসানো হলে এটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত হবে। ধীরে ধীরে মস্তিষ্কে এই চিপ বসানে ‘মানুষের চোখে লেজার সার্জারির মতোই’ সহজ হয়ে যাবে বলে জানান মাস্ক। তিনি আরও বলেন, একটু সময় লাগলেও এই প্রযুক্তি আসবে এবং জনপ্রিয় হবে। একসময় এটির জন্য অ্যাপ স্টোরও তৈরি হতে পারে। এর আগে ২০১৭ সালে ‘ওয়েট বাট হোয়াই’ নামে একটি ব্লগ পোস্টে স্টার্টআপটির ধারণা তুলে ধরেছিলেন তিনি। প্রতিষ্ঠানটিতে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন ইলন মাস্ক। সেই সময় থেকে নতুন এই প্রযুক্তি ও ডিভাইসের কাজ করছে প্রতিষ্ঠানটি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক বিশ্বাস করেন এই প্রযুক্তি রোগীদেরকে কথা বলতে ও দেখতে সহায়তা করবে। যারা কথা বলতে পারনে না তারা মস্তিষ্কের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণ করে কথা বলতে পারবেন। মানব মস্তিষ্কে বসানোর আগে ইতিমধ্যে একটি বানরের মস্কিষ্কে এটি লাগানো হয়। বানরটি এর মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পেরেছ বলেও জানানো হয়। ডিবিটেক/বিএমটি